• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

ময়মনসিংহের বিসিকে কেমিক্যাল কারখানায় আগুন


ময়মনসিংহ প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৪, ০২:১৪ পিএম
ময়মনসিংহের বিসিকে কেমিক্যাল কারখানায় আগুন

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিক শিল্প নগরীর কীটনাশক তৈরির একটি কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিয়ার রহমান বলেন, কৃষি সেবার নামে প্লট বরাদ নেওয়ার পর ভাড়া নিয়ে একটি প্রতিষ্ঠান কীটনাশক তৈরি করছিল এই কারখানায়। সকাল দশটার দিকে হঠাৎ করে কারখানার একটি গোডাউনে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী রেপ পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে সহায়তায় আগুন দুপুর ১টায় নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কি কারনে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।

এসএস

Wordbridge School
Link copied!