• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

রংপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ


রংপুর প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৪, ০৩:২০ পিএম
রংপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ছবি : প্রতিনিধি

রংপুর: রংপুর নগরীর গণেশ পুরের একটি মাদ্রাসায় এক শিক্ষার্থীকে বলাৎকারের পরে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে।

নগরীর পূর্ব গনেশপুরের বকুলতলা জান্নাতবাগ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং এ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।

নিহত সিয়াম (১০) মিঠাপুকুর উপজেলার জায়গির বালারহাট এলাকার কাঠ মিস্ত্রী ভুট্টু মিয়ার ছেলে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

অভিযোগ পত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাঠে অন্যান্য শিক্ষার্থীদের সাথে খেলাধুলা করেছে সিয়াম। সন্ধার পরে সিয়ামকে পাওয়া না গেলে খোঁজাখুঁজির পরে মাদ্রাসার শিক্ষক ও সিয়ামের চাচা আব্দুর রহমান মাদ্রাসার তৃতীয় তলার নির্মাণাধীন বাথরুমের পাশে সিয়ামের নিথর দেহ দেখতে পান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শিক্ষার্থী সিয়ামের চাচা আনোয়ার হোসেন জানান, আমার বড় ভাইয়ের দুটি ছেলে তার মধ্যে সিয়াম বড়। সিয়াম কে হারিয়ে তার বাবা-মা বারবার সংজ্ঞা হারাচ্ছেন। আমার বড় ভাইয়ের স্বপ্ন ছিল সিয়ামকে বড় হাফেজ বানানোর, কিন্তু আজ আমরা তাকেই হারিয়ে ফেললাম। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আর কোন বাবা-মায়ের কল যেন এভাবে খালি না হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে আমরা সংবাদ পাই যে হাসপাতাল মর্গে এক মাদ্রাসা শিক্ষার্থী লাশ নিয়ে যাওয়া হয়েছে। পরে খোঁজখবর নিয়ে ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বলাৎকারের পরে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। নিহতের বাবা একটি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই

Wordbridge School
Link copied!