• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

লাখো মানুষের জীবন-জীবিকার স্বার্থে ভোলাগঞ্জে ব্যবসায়ী শ্রমিক সমাবেশ


সিলেট প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৪, ০৬:১৯ পিএম
লাখো মানুষের জীবন-জীবিকার স্বার্থে ভোলাগঞ্জে ব্যবসায়ী শ্রমিক সমাবেশ

ছবি : প্রতিনিধি

সিলেট: লাখো মানুষের জীবন জীবিকার স্বার্থে সিলেটের সকল পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলনের দাবিতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তাদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক এখলাছ আহমদের সঞ্চালনায় ও সভাপতি শাহ আলম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, সিনিয়র সহ সভাপতি বাশির আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা আব্দুর রাজ্জাক, মো. ফখরুল ইসলাম মেম্বার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের উপদেষ্টা সদস্য মো. ফয়জুল হক, ৮নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া দুলা, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কার্যকরী সদস্য মো. আকদ্দুছ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন দুদু, মো. সিরাজুল ইসলাম, শানুর আলী প্রমুখ।

এ সময় ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অফিস উদ্বোধন করেন অতিথিরা।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ হাসিনা সরকার দেশের একটি লুটেরা শ্রেণির স্বার্থ সুরক্ষায় তৎপর ছিলো। ফ্যাসিবাদের চিহ্নিত দোসররা বিদেশ থেকে দেশের রিজার্ভের মূল্যবান ডলারের অপচয় করে পাথর আমদানীর নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদিকে সিলেটের হাজার হাজার মানুষকে রোজগার বঞ্চিত করে বন্ধ করে দেয়া হয়েছিল পাথর কোয়ারী। এখনো ফ্যাসিবাদের দোসরদের কারনে পাথর কোয়ারীতে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি।

সভায় বক্তারা অবিলম্বে পাথর কোয়ারীসমূহ খুলে দেয়ার দাবী জানান। অবিলম্বে পাথর কোয়ারী খোলে না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও বক্তারা উল্লেখ করেন।

এসআই

Wordbridge School
Link copied!