Menu
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আর পি পরিবহন, মর্ডান পরিবহন ও সিলাইন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় জাটকা পরিবহনের দায়ে তিন চালককে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৩০ নভেম্বর) রাত দশটায় শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে রাত সাড়ে এগারোটার দিকে ৯৬ টি মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে এসব মাছ বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাটকা বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT