নড়াইল: নড়াইলের কালিয়ায় শওকত লস্কর নামের এক নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের লবনের ঘাট ও বলাডাঙ্গার মধ্যবর্তি কালিয়া বড়দিয়া সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শওকত লস্কর লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের মৃত আমজেত লস্করের ছেলে।
নিহতের ভাই লাবলু লস্কর ও রিকাত আলী জানান, গত ২২ নভেম্বরে (রোববার) রাত ১০ টার দিকে নড়াগাতী থানার বড়দিয়া এলাকা থেকে নিখোঁজ হন শওকত। এ বিষয়ে নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি করেছিলো তার পরিবার। তাদের ধারনা ভ্যান চোর যাত্রী সেজে তাকে খুন করেছে দুর্বৃত্তরা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান চুরি করতেই তাকে হত্যা করা হয়েছে।
তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে বলেও জানান ওসি।
এসএস