বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় চোরাই গরু সহ লিটন ঢালী নামের আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৪টি গরু।
সোমবার (২ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল।
এর আগে রোববার (১ ডিসেম্বর) ডিসেম্বর ভোরে উপজেলারর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে অভিযান চালিয়ে লিটন ঢালীকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন পটুয়াখালীর বোতলবুনিয়া নন্দীপাড়া গ্রামের সামছু ঢালীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর রহমানের ৪টি চুরি হয়। এঘটনায় লুৎফর রহমান বাদী হয়ে একটি চুরির মামলা করলে আমতলী থানা পুলিশ চোরাই গরু উদ্ধারে অভিযান চালায়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে অভিযান চালিয়ে লুৎফর রহমানের চুরি হয়ে যাওয়া চারটি গরু উদ্ধার করে। এসময় আন্তঃজেলা চোর চক্রের সদস্য লিটন ঢালী নামে একজন চোর গ্রেপ্তার করা হয়। লিটনের বিরুদ্ধে বরিশাল সহ বিভিন্ন জায়গায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত লিটনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিক্তিতে আমতলী থানা ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১০ টি চোরাই গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৪ টি চোরাই গরুর বাজার মূল্য অনুমান প্রায় দশ লাখ টাকা।
এসএস