• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

ধানক্ষেতে পড়ে ছিলো যুবকের গলায় রশি পেঁচানো মরদেহ


জামালপুর প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২৪, ০৩:৪৫ পিএম
ধানক্ষেতে পড়ে ছিলো যুবকের গলায় রশি পেঁচানো মরদেহ

জামালপুর: জামালপুরের মেলান্দহে রেল লাইনের পাশে ধানক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়ানগর তেঁতুলতলা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা নয়ানগর তেঁতুলতলা মোড় রেললাইনের পাশে এলাকার বানীবন্দে ধান কাটতে যায়। এসময় গলায় রশি পেঁচানো এক যুবকের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। মরদেহের গলায় রশি পেঁচানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!