Menu
পাথরঘাটা: বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে পানিতে ডুবে ওমর আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জ্ঞানপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে দুপুরের কোনো এক সময় বাড়ির পুকুরে পরে যায় শিশুটি। পরে তার মা মাহমুদা বেগম তাকে ওই পুকুরে ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন চলে আসে। পরে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক ওমর আলীকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
স্থানীয়রা আরও জানান, শিশুটির বাবা শাহজাহান হাওলাদার বর্তমানে বঙ্গোপসাগরে ট্রলারে মাছ ধরতে গেছে। সে এখনও জানে না তার আদরের শিশুপুত্রটি আর বেঁচে নেই। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
এই ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT