• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সাভারে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ২


সাভার (ঢাকা) প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২৪, ০৭:৪১ পিএম
সাভারে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ২

ঢাকা: সাভারে বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।  এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। এদের মধ্যে মজিবুর রহমান গাড়ি চালাচ্ছিলেন। আহত দুজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

হাইওয়ে পুলিশ জানায়, সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে উল্টোপথে যাওয়া ওই প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকের সিটে থাকা মালিক মজিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইব্রাহীম ও নাজিমুদ্দিন নামে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় প্রাইভেটকারে থাকা শাহাবুদ্দিন ও আব্দুল জলিল নামে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। 

তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। 

এসএস

Wordbridge School
Link copied!