Menu
পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সেউতিবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সেউতিবাড়ীয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আল-আমিন হাওলাদারের আড়াই বছর বয়সী শিশুপুত্র আরমান হাওলাদার বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে বাসায় দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া আক্তার জানান, পানিতে পড়া আরমান নামের এক শিশুকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT