• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিএনপি’র বিক্ষোভ


রংপুর প্রতিনিধি ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:১৩ পিএম
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিএনপি’র বিক্ষোভ

রংপুর: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির রংপুর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলিটি বের হয়ে নগরীর পায়রা চত্বর মোড়ে সমাবেশ করে।

এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, ভারতীয় সন্ত্রাসী বাহিনীর আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত হুমকি প্রদর্শন করেছে। বাংলাদেশকে যদি ছোট করে দেখা হয় বা খাটো করে দেখা হয় তাহলে আমরা বুঝে নেব ভারত ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের দেশের জনগণ একাত্তরে এদেশ স্বাধীন করেছে। ভারতের কোন সাহায্য নিয়ে আমরা স্বাধীনতা লাভ করি নাই। ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য জন্য পাকিস্তানকে ব্যবহার করেছে এবং আমরা মুক্তিকামী বাংলাদেশি বাংলাদেশকে স্বাধীন করেছি।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক আরও বলেন, আমরা কোন করুণা নিয়ে বাঁচতে চাই না, আমাদের সরকারের ভারতের কোনো করুনার প্রয়োজন নাই। এরপরেও যদি বাংলাদেশের পতাকা অবমাননা করার চেষ্টা করেন, বাংলাদেশের নাগরিককে অপদস্ত করার চেষ্টা করেন, হাইকমিশনে যদি আঘাত করেন, বাংলাদেশে কোন ভারতীয়  হাইকমিশন রাখা হবে না। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে কারো দাসত্ব মেনে নিতে পারি না। ভারত আগামীতে আমাদের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করলে সেটা জাতীয়তাবাদী দল এদেশের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহমুদুন্নবী ডন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরনবী মিলন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এসএস

Wordbridge School

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!