• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কিশোর ক্রিকেটার


বরিশাল প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০২৪, ১০:৫৯ এএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কিশোর ক্রিকেটার

ফাইল ছবি

বরিশাল: বরিশাল নগরীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ওয়াহিদ ওহী (১৪) নামে এক কিশোর ক্রিকেটার মারা গেছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।

ওহী বরিশালের সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মো. হাসানের একমাত্র সন্তান। তিনি ব্যাপটিস্ট মিশন বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় ক্রিকেট অনুশীলনের একজন প্রতিশ্রুতিশীল সদস্য।

পুলিশের তথ্যমতে, ভিডিও ফুটেজে দেখা গেছে একটি পণ্যবাহী ট্রাক লঞ্চঘাট থেকে সাগরদীর দিকে যাচ্ছিল। এ সময় ওহী সাইকেল নিয়ে ট্রাকের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। সাইকেলের হাতল ট্রাকের পেছনের চাকায় লাগায় সে গুরুতর আঘাত পায়।

আহত অবস্থায় ট্রাকের লোকজন তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওহী মারা যায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মাথা ও কাঁধে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওহীর সহপাঠী ফাহিম ও জোবায়ের জানায়, ক্রিকেট প্র্যাকটিস শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তারা হাসপাতালে নেওয়ার জন্য আকুতি জানালে ট্রাকের এক ব্যক্তি সাহায্য করে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাগল তার মা মাকসুদা বেগম। তবে স্বজনরা এ দুর্ঘটনা নিয়ে কোনো অভিযোগ করেননি।

এসআই

Wordbridge School
Link copied!