• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারত থেকে কাঠ আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু


সিলেট প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:২৩ পিএম
ভারত থেকে কাঠ আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেট: ভারত থেকে কাঠ আনতে গিয়ে আশরাফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।  বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। 

জানা যায়, আশরাফ উদ্দিন প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ওপারে যান। কিন্তু এদিন সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি তিনি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২৫০ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। লাশের পাশে কাঠের বোঝা পড়েছিলো। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে বিকাল সোয়া ৪টার দিকে দু’দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন- প্রাথমিক তথ্যমতে ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তর করা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!