কুমিল্লা: দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) নগরীর কান্দিরপাড় টাউন হলে সাংবাদিক সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের ইসলামী আমির কাজী দ্বীন মোহাম্মদ এসব কথা বলেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠ এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওই সম্মেলনের প্রস্তুতি চলছে। এ সম্মেলনকে কেন্দ্র করে উৎসব আমেজ বিরাজ করছে জামায়াতের নেতাকর্মীদের মাঝে।
সাংবাদিক সম্মেলনে মহানগরের জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, স্বৈরাচার পতনে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা স্মরণ করছি। ’৭১ এর স্বাধীনতা পর ৫৩ বছরের ও বাংলাদেশ এখনো সঠিক পথে আসেনি। বিগত স্বৈরাচারী বিরোধী দলগুলোকে দমন করা চেষ্টা করেছে। হাসিনা সরকার মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।
এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত অন্যায়ভাবে আমাদের ত্রিপুরা হাইকমিশনার ভেঙ্গে ফেলছে। আমারা এসব অন্যায়ের তীব্র নিন্দা জানাই। আমাদের কর্মী সমাবেশে হাজার হাজার কর্মী সম্মেলনে যোগ দিবেন। আমরা আমাদের এই সম্মেলনে প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে সম্মেলন সফল করতে এবং জানান দিতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই প্রচারপত্র বিলি করছেন নেতাকর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।
এরই মধ্যে টাউনহল মাঠে মঞ্চ তৈরি ও ডেকোরেশনের কাজ চলছে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লার টাউনহলে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে সাধারণ মানুষকেও প্রচারপত্র বিলির মাধ্যমে আকৃষ্ট করা হচ্ছে। সম্মেলনে জামায়াতের মহিলা শাখার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন। তাদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে টাউনহলের সাথে ঈদগাহ মাঠের সংযোগ থাকবে।
কর্মী সম্মেলন প্রস্তুতি নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, ২০০৫ সালের পর গত ৫ আগষ্ট পর্যন্ত কুমিল্লাতে জামায়াতের বড় কোন কর্মী সম্মেলন বা অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। ৬ ডিসেম্বর অন্তত ২৫ হাজার কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। কর্মী সম্মেলন হলেও আমরা আশা করছি সেটি বিশাল জনসভায় রুপ নেবে। সাধারণ জনগণও সম্মেলনে যোগ দিতে পারবে। মহিলা নেতাকর্মীদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ৮ হাজার মহিলা নেতাকর্মী অংশগ্রহণ করবে। তাছাড়া টাউনহল মাঠে ১২ হাজার পুরুষ নেতাকর্মী বসার জন্য চেয়ার বসানো হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।
এসএস