• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পিরোজপুরে মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, থানায় মামলা


পিরোজপুর প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:১৩ পিএম
পিরোজপুরে মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে এক মাদরাসা ছাত্রী (১৩) কে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনামুল সরদার (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।  বুধবার (৪ ডিসেম্বর) নাজিরপুর থানায় নির্যাতনের শিকার ওই মাদরাসাছাত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত এনামুল সরদার উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের রামনগর গ্রামের সালাম সরদারের ছেলে।

নির্যাতিতার মা বলেন, মঙ্গলবার (৩) ডিসেম্বর দুপুরে রান্না আমি রান্না করে সবজি কাটছিলাম। কিছু সময় পরে মেয়ের বাবা বাসায় আসলে তাকে ভাত দিয়ে আমি মেয়েকে ডাকি। কিন্তু কোথাও মেয়েকে পাই না। পাশের বাড়িগুলো খোজাখুজির পরে মেয়ে সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে আসে। কোথায় গিছিলো মেয়ে এটা জানতে চাইলে আমার মেয়ে আমাকে জানায়। তাকে তুলে নিয়ে এনামুল জোর করে আটকে রেখে ধর্ষণ করেছে। পরে আমি সকালে থানায় এসে মেয়েকে দিয়ে একটি মামলা করেছি।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, ধর্ষণের ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস

Wordbridge School
Link copied!