• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

কীর্তনখোলা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজনের মৃত্যু, নিখোঁজ ৪


বরিশাল প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:২৯ পিএম
কীর্তনখোলা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজনের মৃত্যু, নিখোঁজ ৪

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চার যাত্রী। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো: আকবর ভোলা সদর উপজেলা চরভেদুরিয়া গ্রামের মো: শামসুদ্দিনের ছেলে। 

স্থানীয় স্পিডবোট চালকরা জানান, যে স্পিডবোটটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি মূলত ভোলা থেকে বরিশালে আসছিল। আর স্পিডবোটটি ভোলা মালিক সমিতির তাই চালক ও যাত্রীর বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

তবে উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে বরিশাল স্পিডবোট ঘাটের চালক ও স্টাফরা জানান, লাহারহাট খাল থেকে বের হওয়ার সময় স্পিডবোটটির সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেওয়া হয়। 

অপরদিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, স্পিডবোট দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে আকবর নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত মুনসুর (৩০) নামে ভোলার দৌলতখান থানার পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে স্পিডবোটটি ভোলা থেকে যাত্রী নিয়ে বরিশালে আসছিল। আর চালক ও যাত্রীদের মধ্যে মোট চারজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তথ্য এখনও যাচাই করা হচ্ছে।  

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।  

প্রসঙ্গত, দুর্ঘটনার পর স্পিডবোটটিও ডুবে যাওয়ায় সেটি খুঁজে পাওয়া যায়নি, পাশাপাশি ট্রলারটিরও অবস্থান শনাক্ত করা যায়নি।

এসএস

Wordbridge School
Link copied!