• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

বীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১৬


দিনাজপুর প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০২৪, ১০:৫১ এএম
বীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১৬

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে ধান বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হেরিটেজ পরিবহন বাসের চালক আব্দুল করিম ও ট্রাকের চালক আনোয়ার হোসেন। নিহত আব্দুল করিম পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে এবং আনোয়ার সদর উপজেলার আহমদপুর বাজার এলাকার।

জানা যায়, সকালে একটি হেরিটেজ স্লিপার কোচ ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন।

প্রত্যক্ষদর্শীদের মতে, কোচটি দ্রুত গতিতে যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে আসায় দুই যানবাহনের সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের ড্রাইভার এবং দুইজন বাসযাত্রী নিহত হন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।

এসএস

Wordbridge School
Link copied!