• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 


ঝালকাঠি প্রতিনিধি  ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৫২ এএম
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 

ফাইল ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় মফিজুর রহমান (৮৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮)। মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও আল আমিন মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরবাইকের চালকও রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআই/এসআই

Wordbridge School
Link copied!