Menu
সাতক্ষীরা: ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সভা কক্ষে নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বন্দরের কার্যক্রম আরও দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
মতবিনিময় সভার আগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন কাস্টমস, ইমিগ্রেশন এবং স্থলবন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বন্দরের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT