Menu
রাঙামাটি: পার্বত্য জেলা রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে গেছে। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউসপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেকে ভ্রমণে যায় পর্যটকরা। সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে তাদের বহনকারী জিপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ জন যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপগাড়িটি পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT