• ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

যে হাটে বিক্রি হয় মানুষ


নিউজ ডেস্ক ডিসেম্বর ৭, ২০২৪, ০৩:৩৮ পিএম
যে হাটে বিক্রি হয় মানুষ

ঢাকা: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের পঁচিশ মাইল বাজারে দুই দশক ধরে শ্রম বিক্রির হাট চালু রয়েছে। প্রতিদিন ভোর হলেই ভিড় জমায় শত শত শ্রমিক ও শ্রম ক্রেতা। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে শ্রমিক কেনাবেচা। শ্রমিকরা তাদের দক্ষতার ভিত্তিতে ধান-পাট কাটা, ক্ষেত-খামার বা গৃহস্থালির কাজের জন্য নিজেদের শ্রম বিক্রি করেন।

বীরগঞ্জের ভোগনগর, সাতোর, মাহানপুর ইউনিয়ন ছাড়াও ঠাকুরগাঁও সদর, সেতাবগঞ্জ ও পীরগঞ্জসহ দূর-দূরান্ত থেকে শ্রমিকরা আসেন এই হাটে।

ভোগনগর ইউনিয়নের হরিদাস বলেন, এই হাটে কাজ খুঁজতে আসছি। এবারে দিন হাজিরা ৬০০ টাকা হলে কাজে যাব।

সাতোর ইউনিয়নের আবুল কাসেম জানান, কাজের দরদাম মিললে কাজে নামব।

শ্রমিক ক্রেতা লুৎফর রহমান বলেন, একজন কামলা নিতে এসেছি ক্ষেতের বীজতলা প্রস্তুত করার জন্য। দরদাম ঠিক হলে কাজ করাব।

স্থানীয় সার বিক্রেতা আব্দুর রহমান জানান, এই হাট অনেক বছর ধরে চলে আসছে। শ্রমিকরা সকাল ৬টা থেকে ৮টার মধ্যে দরদাম করেন।  এরপর ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিন চুক্তিতে কাজ করেন। সাধারণত দৈনিক মজুরি ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে হয়। তা নির্ভর করে কাজের ধরন ও শ্রমের চাহিদার ওপর।

হাটটি শুধু বীরগঞ্জবাসী নয়; বরং আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার শ্রমিকদের আস্থার জায়গা হয়ে উঠেছে। এখানে এসে শ্রমিকরা যেমন কাজ পান, তেমনি কাজের চাহিদা মেটানোর জন্য মালিকরাও উপযুক্ত শ্রমিক খুঁজে পান।

তা শ্রম বিক্রির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থানের একটি অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত।

এসএস

Wordbridge School

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!