Menu
পটুয়াখালী: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ - এই প্রতিপাদ্য নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন বরিশাল বিভাগের ইউনিটের সমন্বয়রা।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে কলাপাড়া উপজেলা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, শপথ বাক্য পাঠ করান এবং বিডি ক্লিন এর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ সহ বিডি ক্লিন বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয়ক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযান এর জন্য আমরা বরিশাল থেকে কুয়াকাটায় এসেছি কুয়াকাটা টিমের সমন্বয় কাজ করার জন্য। সাগরকন্যা কুয়াকাটা সারা বিশ্বের কাছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমরা বিডি ক্লিন বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয়ক এখানে অংশ গ্রহণ করেছি। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, কুয়াকটার টিমের সমন্বয়ে আজকের এই কর্মসূচি। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজন বিডি ক্লিন এর এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।
পটুয়াখালী জেলার উপ-সমন্বয়ক মো. রাকায়েত হোসেন বলেন, আমাদের মূল লক্ষ পর্যটকদের কাছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সৈকত উপহার দেয়া এবং আমাদের এই পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে সকলের কাছে একটি মেসেজ পৌঁছে দেয়া। আজকে আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করছি তেমনি তাদেরও দায়িত্ব রয়েছে এটিকে ধরে রাখার। কোন ভাবেই সৈকতে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা। আমাদের এই অভিযান দুপুর পর্যন্ত চলবে। আমরা আশাকরি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যেসমস্ত সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন কাজে উৎসাহিত হবে।
বিডি ক্লিন কুয়াকাটা ইউনিটের সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটায় আজকের যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে, এর ধারাবাহিকতা ধরে রাখতে কুয়াকাটা ইউনিটের আরও বড়ো পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT