• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

রিপ্রেজেনটেটিভদের মোটরসাইকেল পার্কিংয়ে নাকাল বরগুনার পথচারীরা


তাপস মাহমুদ, বরগুনা ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:৫৫ পিএম
রিপ্রেজেনটেটিভদের মোটরসাইকেল পার্কিংয়ে নাকাল বরগুনার পথচারীরা

বরগুনা: বরগুনা শহরের শেরেবাংলা সড়ক (ফার্মেসী পট্টি) সড়কের দুপাশ ধরে যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ে নাকাল চলাচলকারীরা। সড়কটির দুপাশ ধরে সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছেন বিভিন্ন ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধিরা। তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয়রা প্রতিবাদ করলেও মিলছে না কোন সুফল। বিশেষ করে ডাক্তারের কাছে আসা রোগী ও স্বজনসহ সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতে পরতে হয় চরম ভোগান্তিতে। মোটরসাইকেল যত্রতত্র পার্কিং করে রাখার ফলে সৃষ্ট যানযটে ব্যবসায়ীরাও হচ্ছে চরম ক্ষতির শিকার। বিষয়টি দ্রুত নিরসনের দাবি ব্যবসায়ী সহ বরগুনাবাসীর।

সকাল থেকে বরগুনায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ফার্মেসী পট্টি ও আশেপাশের সড়কের দুই ধারে মোটরসাইকেল রেখে উধাও হয়ে যায়। দোকান ও সড়কের পাশে মোটরসাইকেল রাখায় বিভিন্ন সময় যানযট লেগে গেলে প্রতিবাদ করবে এমন মানুষটি খুঁজে পাওয়া যায় না। সারাদিন বিভিন্ন ফার্মেসীতে ও ডাক্তারের পিছনে ব্যস্ত থাকায় পাওয়া যায়না মোটরসাইকেল রেখে যাওয়া প্রতিনিধিদের। এখানকার ব্যবসায়ীরা বলছেন, সড়কটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ চালু করা জরুরি হয়ে পড়ছে।
 
রাসেল নামের এক ওষুধ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সকালে এসেই যে যার মতন করে মোটরসাইকেল রেখে উধাও হয়ে যায় তারা। এদেরকে নিষেধ করলেও কোন কর্নপাত না করে মোটরসাইকেল পার্কিং করে চলে যায়। এদের এই ভাবে মোটরসাইকেল রাখায় দোকানের সামনের সড়কে সব সময় লেগে থাকে যানজট। এমন উদ্ভট পরিস্থিতিতে বেচা বিক্রি হয়না বললেই চলে। রোগী ও স্বজনরা এদিক থেকে ওষুধ না কিনে অন্যত্র চলে যায়। সড়ক আটকে মোটরসাইকেল পার্কিং নিয়ন্ত্রণ করা জরুরি।

নুর আলম নামে এক পান- সিগারেট বিক্রেতা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল রাখার কারণে মানুষ জন স্বাভাবিক ভাবে চলাচল করতে পারেনা। বেশী সমস্যায় পড়ে সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। স্কুল শুরু ও ছুটি হলে লেগে থাকে দীর্ঘ সময় ধরে যানযট। 

আবুল হোসেন নামে এক পথচারী জানান, বরগুনায় দুইশোর উপরে বিভিন্ন ওষধ কোম্পানির প্রতিনিধি রয়েছেন। এরা সকাল থেকে রাত নয়টা-দশটা পর্যন্ত ফার্মেসী পট্টি, নেতা পট্টি, দুধ পট্টি ও বালিকা বিদ্যালয় সড়কের দুই পাশ ধরে মোটরসাইকেল পার্কিং করে রাখে। এসকল সড়কে মানুষজনকে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হয়। রিকশা ও অন্য সকল যানবাহন চলাচল করতে পারেনা স্বাভাবিক ভাবে। ফলে দুর্ঘটনার শিকার হতে অনেককে। এজন্য এই এলাকায় জরুরি হয়ে পড়ছে ট্রাফিক নিয়ন্ত্রণ চালু করা।

এবিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আঃ হালিম বলেন, সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করে মোটরসাইকেল পার্কিং করার বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

বরগুনা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ পরিচালক তানজিম আহমেদ বলেন, শেরেবাংলা সড়ক সহ আশপাশের এলাকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মোটরসাইকেল পার্কিং করায় এসকল এলাকায় দীর্ঘ সময় ধরে যানযট লেগে থাকে। জনগণ ও ব্যবসায়ীদের পড়তে নানান দুর্ভোগে। সকলের দুর্ভোগ এড়াতে এই বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!