• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

নীলফামারীতে ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন


নীলফামারী প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০২৪, ১১:০৭ এএম
নীলফামারীতে ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

ছবি : প্রতিনিধি

নীলফামারী: ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা নীলফামারী জনপদ। রোববার (৮ ডিসেম্বর) ভোর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত পড়তে থাকে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। 

এ সময় যানবাহন গুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ সকাল ৮টার ২টি ফাইটের ওঠানামায় বিঘ্ন ঘটে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান গত দু’দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে জেলার জনপথ। আজ রোববার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ/এসআই

Wordbridge School
Link copied!