Menu
ফাইল ছবি
নীলফামারী: নীলফামারী -সৈয়দপুর রেলপথের ভাটিখানা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে বিমল রায় (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
বিমল রায় নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকার বাতাসু রায়ের পুত্র। সে শহরের ডাইলপট্টি এলাকায় হোটেলের ব্যবসা করত।
স্থানীয়রা জানায় নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে এলে বিমল লাফ দিয়ে সামনে পড়ে। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
নীলফামারী থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে সৈয়দপুর জিআরপি থানায় প্রেরণ করা হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT