• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সমাবেশ


সাতক্ষীরা প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৪, ০১:২৪ পিএম
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সমাবেশ

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় কলারোয়া পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব নেতাকর্মীদের ধৈর্য ধরে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন বিএনপির কোন নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিএনপি থেকে বিতাড়িত করা হবে।

সভায় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা। তারা সংগঠনের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

এসআই

Wordbridge School
Link copied!