• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভারতকে ‘প্রভুত্ব নয়, বন্ধুত্বের’ বার্তা দিতে চায় বিএনপির ৩ সংগঠন


আখাউড়া( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৫১ পিএম
ভারতকে ‘প্রভুত্ব নয়, বন্ধুত্বের’ বার্তা দিতে চায় বিএনপির ৩ সংগঠন

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা থেকে আগরতলা অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ লংমার্চ থেকে ‘প্রভুত্ব নয়, বন্ধুত্বের’ বার্তা দিতে চায় বিএনপির তিন সহযোগী সংগঠন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে লং মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পরিদর্শনে এসে বিএনপির তিনটি সহযোগী সংগঠনের পক্ষে এ কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বলেন, ‘লংমার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথাও কি করবো সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।'

তিনি বলেন, বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপোষহীন। বিএনপি চেয়ারপার্সন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।

এ সময় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতারা এ সময় তাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে দেখান।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। 

এমটিআই

Wordbridge School
Link copied!