• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নৌকা জাদুঘর অপসারণ করে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর স্থাপনের দাবি


বরগুনা প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৪, ০৯:২১ পিএম
নৌকা জাদুঘর অপসারণ করে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর স্থাপনের দাবি

বরগুনা: দেশের সর্বপ্রথম বরগুনায় স্থাপিত হওয়া বিভিন্ন নৌকার ডামি নিয়ে তৈরি বঙ্গবন্ধু নৌকা জাদুঘরটি অপসারণ করে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি নিয়ে জাদুঘর স্থাপনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলে সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আবেদনটি জমা প্রদান করা হয়েছে।

আবেদনে- ‘ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের সাড়ে ১৫ বছরে দেশের জনগণের টাকা অপচয় করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। তৎকালীন সময়ে বরগুনা জেলা তার এই অর্থ অপচেয়ের বাইরে ছিলো না। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রীয় অর্থ অপচয়ের প্রতি অনুপ্রাণিত হয়ে বরগুনার সাবেক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ৩১ ডিসেম্বর বরগুনা আইনজীবী সমিতি সংলগ্ন নৌকা জাদুঘর তৈরি করে। জাদুঘরটিকে ফ্যাসিবাদের নির্দেশনা আখ্যা দিয়ে জুলাই বিপ্লব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এবং তাদের স্মৃতিতে জাদুঘর স্থাপন করার আহ্বান জানানো হয়।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম আবেদনটি ছাত্র নেতৃবৃন্দের আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয় জেলা প্রশাসন তাদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আস্বস্ত করেন।

এসএস

Wordbridge School
Link copied!