• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অজ্ঞাত নিহত ২


গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০২৪, ১০:৫৬ এএম
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অজ্ঞাত নিহত ২

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের শিল্প নগরীর টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা  ঘটে বলে জানিয়েছে টঙ্গী রেলওয়ে পুলিশ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই পুরুষ। তবে এর মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বছর বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তারা সম্পর্কে বাবা-ছেলে। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে পুলিশ আরও জানায়, নিহতরা রেললাইন দিয়ে হাঁটছিলেন কোন এক সময়ে টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। 

এ দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা বাবা-ছেলে সম্পর্ক হবে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে।

এসআই

Wordbridge School
Link copied!