Menu
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তাকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে প্রকাশ্যে না দেখা গেলেও ৯ ডিসেম্বর সকালে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রথম সারিতে উপস্থিত থাকায় অনেকের ক্ষোভের সঞ্চার হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এসময় এ নেত্রীর পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুব মহিলা লীগ নেত্রী জুঁইকে তার বাড়ি থেকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT