• ঢাকা
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সিলেটের যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না


সিলেট প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০২৪, ০৮:১৫ পিএম
সিলেটের যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

সিলেট: সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছপালা কাঁটার জন্য আগামী বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ১১ কেভি পাঠানটুলা ফিডারের পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট; আদমশাহ ফিডারের করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মনশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল এবং নতুনবাজার ফিডারের নোয়াপাড়া, কারিপাড়া,বড়বাড়ী,ধামালিপাড়া,নতুনবাজার, ব্রাক্ষণশাসন,সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ,দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবান টিলা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

আইএ

Wordbridge School
Link copied!