• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ১২:২৯ পিএম
১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস

দিনাজপুর: ১১ ডিসেম্বর, দিনাজপুরের হিলি মুক্ত দিবস। প্রতি বছর এই দিনে স্বরণ করে দেয় সেই ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ আর মা-বােনদের সম্ভ্রমহানির ঘটনা। একপর্যায়ে পাকসেনারা পিছু হটাই আজকের এই দিনে শক্র মুক্ত হয়েছিলাে দিনাজপুরের সীমান্তবর্তী হিলি।

১৯৭১ সালে এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাে চরম সাহসিকতায়। পাক হানাদার বাহিনী থম থম মত উঠছিল নির্মম হত্যাযজ্ঞ। আক্রমণ চালিয়েছিলাে নিরীহ হিলি বাসীর ওপর। প্রায় এক কিলােমিটার সুড়ঙ্গ করে যুদ্ধ করেছিলাে হানাদাররা।

হিলির মুহাড়াপাড়া গ্রাম মিত্রবাহিনীর সাথে প্রচন্ড সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন ১৪’শ জন মানুষ। দুইদিনের তােপের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। আজকের এই দিন আনন্দ উল্লাস লাল সবুজের পতাকা উড়িয়ে দিয়েছিলো এলাকাবাসী।

এদিকে স্থানীয় মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযােদ্ধা লিয়াকত আলী ও মুক্তিযাদ্ধা সন্তান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, মিত্র বাহিনীসহ সকল শহীদদর স্মরণ এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তভম্ভ ‘সম্মুখ সমর’। প্রতিবছরের মতো এবারও মুক্তিযাদ্ধারাসহ এলাকাবাসীর সমন্বয়ে নিহত মুক্তিসনাদের স্মতি চারণ, রুহের মাগফিরাত, শোভাযাত্রা, আলাচনা সভা সহ বিভিন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!