• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা


সাভার প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ০১:১৫ পিএম
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

ফাইল ছবি

সাভার: সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শিল্প পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুরসহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে সরকার ঘোষিত বাৎষরিক ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে বাৎষরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃষ্টির দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। পরবর্তীতে ওই এলাকার অন্তত ১২টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিক পক্ষ।

এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিক অসন্তোষের কোন ধরনের সংঘর্ষ বা ভাংচুরের ঘটনা না ঘটলেও যে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআই/এসআই

Wordbridge School
Link copied!