• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করলো বিএনপি


টাঙ্গাইল প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ০৪:৫৪ পিএম
দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করলো বিএনপি

টাঙ্গাইল: দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেক মন্ডল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে শোভাযাত্রা চলাকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এসএস

Wordbridge School
Link copied!