• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

স্মার্ট প্রিপেইড কার্ড মিটার বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন


সিলেট প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:১৯ পিএম
স্মার্ট প্রিপেইড কার্ড মিটার বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট: অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতন পোষ্টপেইড মিটার বহাল রাখার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরের বাগবাড়ী নুরিয়া মসজিদের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বাগবাড়ী নরশিংটিলা এলাকাবাসী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন- নরশিংটিলা এলাকার উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, আবু সুফিয়ান, মাশুক মিয়া, আশুক মিয়া, খিজির হায়াত প্রমুখ।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন- পূর্বের মিটারগুলোকে ডাস্টবিনে ফেলে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর কোন প্রয়োজন নেই। প্রি-পেইড মিটার নষ্ট হলে তা পরিবর্তন করা এবং নষ্ট মিটারের ভুতুড়ে বিল সংশোধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। মিটারের রিডিংম্যানসহ শত শত কর্মচারীও কাজ হারাবে। ২০০৩ এর ৫৬নং ধারা মতে গ্রাহকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানীকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু এই প্রি-পেইড মিটারের কার্ড শেষ হলে সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  

এসময় প্রি-পেইড মিটার ব্যবহারকারীরা গ্রাহকরা জানান, আগের বিলের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে। বাসার মিটারে এক হাজার টাকা রিচার্জ করলে এর মধ্যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, সার্ভিস চার্জ এসবের টাকা কেটে নেওয়া হয়। টাকা ভরতেই ফুরিয়ে যায়।

এসএস

Wordbridge School
Link copied!