• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


শেরপুর প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:৪৯ পিএম
শেরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর: শেরপুরের নকলায় সিফাত মিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সিফাত ওই এলাকার ওয়াসিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিফাত মিয়া সবার অগোচরে বুধবার সকালে তার শয়ন কক্ষের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। দুপুরের পর তার নানা (বুরন মিয়া) সিফাতের শয়ন কক্ষে ঝুলন্ত দেখে ডাকচিৎকার শুরু করেন। পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুলছে।

এরপর তারা নকলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পশ্চিম টালকী এলাকা হতে সিফাত নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা অব্যাহত আছে।

এসএস

Wordbridge School
Link copied!