• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০২৪, ০১:১২ এএম
ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া ও কাশর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতেরা হলেন, দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর ও তার স্ত্রী নেত্রকোনার মদন থানার দুখু মিয়ার মেয়ে রেহেনা আক্তার নূপুর। নিহত আরেকজনের নাম সোনালী আক্তার। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, নিহত সকলেই ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। বুধবার সন্ধ্যার দিকে ডুবালিয়াপাড়া এলাকা থেকে সাগর ও নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে কাশর এলাকা থেকে সোনালী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, সোনালী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহগুলোর উদ্ধার করা হয়।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

 

এসএস

Wordbridge School
Link copied!