• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৮ দোকান


পিরোজপুর প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০২৪, ০৫:৪৬ পিএম
নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৮ দোকান

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে শর্ট সার্কিটের আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার শ্রীরামকাঠী বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী মো. শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ আটটি দোকান পুড়ে যায়।

ওই বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, আগুনের খবর শুনে এসে দেখি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!