সিলেট: সুনামগঞ্জের আলোচিত হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জে দিরাই উপজেলার মির্জাপুরের মৃত সুবেদ আলীর ছেলে আব্দুল কাদির (৬০) ও একই এলাকার তাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর চৌধুরী (৪৫)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, বুধবার বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই দিন রাতে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে একই মামলার আরেক পলাতক আসামি জাহাঙ্গীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এসএস