• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কলাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:০৪ পিএম
কলাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

ছবি : প্রতিনিধি

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে সড়ক দুর্ঘটনায় সাগর শিকদার অনু (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টায় গুড নেইবারস্ অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাগর প্রতিদিনের মতোই তার বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন এসময় তার অফিস নিকটস্থ মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত সাগর মহিপুর থানার ৯নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় মাদ্রাসার ছাত্র সিয়াম বলেন, সকাল ৬ টার দিকে রাস্তায় শব্দ শুনে গিয়ে দেখি রাস্তার পাশে সে পড়ে আছে, পাশে মোটরসাইকেলটি গ্রীন লাইন পরিবহন নামে একটি বাস কুয়াকাটার দিকে চলে যাচ্ছে। 

এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশের সুরহাতাল শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!