ঢাকা: আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে সাজানো হয়েছে নতুন সাজে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষে সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা এরই মধ্যে শেষ করেছেন যাবতীয় সৌন্দর্যবর্ধনের কাজ। পুরো সৌধ প্রাঙ্গণকে দেয়া হয়েছে এক নতুন রুপ। এছাড়া, উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সৌধের নানা স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের আগমন ঘটবে। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সৌধে প্রবেশের ফটকগুলো খুলে দিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা নিবদেন করতে আসা লাখো মানুষের ঢল নামবে সৌধ প্রাঙ্গণে। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী। আর এজন্য দিবসটি যাথযথভাবে উদযাপনের লক্ষে বরাবরের মতো এবারো পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা ১৫ দিনের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রুপ। ধোঁয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেয়া হয়েছে বেদীর সবুজ চত্ত্বর।
এদিকে, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন জানান, সৌধ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুরো সাভার এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী। দিবস উদযাপনে তিন হাজারের অধিক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুরো সাভার জুড়ে মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এসএস