• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০
খাদ্য উপদেষ্টা

এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে


নীলফামারী প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০২৪, ০৫:০২ পিএম
এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

নীলফামারী: এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কর্মসূচি সম্পন্ন করা হবে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক বিভাগীয় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহে ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগসমূহের জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!