ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন৷ এসময় আহত হয়েছেন এক নারী সহ আরও দুই জন। তাদেরকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) ৫ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর হোসেন গফরগাঁও উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল ৫টার দিকে ভালুকা থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা গফরগাঁও উপজেলার বিরুনিয়া যাচ্ছিল৷ পথে ভালুকার বিরুনিয়া ইউনিয়নের ভালুকা-গফরগাঁও সড়কের নন্দীবাড়ি এলাকায় গফরগাঁও থেকে ভালুকাগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, সড়কটি সরু থাকলেও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস