• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল


আবির ইসলাম, সাভার ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৩৭ এএম
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ছবি: আবির ইসলাম, সোনালী নিউজ

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীর বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বেলা যতই বেড়ে চলছে ততই ফুলে ফুলে ভরে ওঠতে শুরু করেছে শহীদ বেদি।

সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ ভিভিআইপি ব্যক্তিবর্গরা জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষ করে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করে চলে যাওয়ার পরপরই সর্বসাধারণের জন্য সৌধের ফটক খুলে দেওয়া হলে সর্বস্তরের মানুষের এই ঢল নামতে শুরু করে।

এর আগে ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা, সামাজিক ও সাংস্কৃতিক দলের সদস্যসহ নানা বয়সের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মহান বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও ফুল নিয়ে সৌধ প্রাঙ্গণের বাহিরে অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে থাকেন।

সর্বসাধারণের প্রবেশের জন্য সৌধের ফটক খুলে দেওয়ার পরপরই তারা তাদের ব্যানার-ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে শহীদ বেদির দিকে এগিয়ে যান। এবং সু-শৃংখলভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এদিকে, রাজনৈতিক দল ছাড়াও দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, আশুলিয়া প্রেস ক্লাব, সাভার প্রেস ক্লাব, বাংলাদেশ আনসার ভিডিপি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়, এনজিও প্রতিষ্ঠান সহ নানা সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বাংলা মায়ের শহীদ সন্তানদের প্রতি।

বাবার হাত ধরে আসা পাচঁ বছরের ছোট্ট শিশু আফ্রান বলেন, আমি বাবার কাছ থেকে শুনেছি আমাদের দেশ স্বাধীন করতে অনেক চাচ্চুরা জীবন দিয়েছে। এই স্মৃতিসৌধে অনেক অজানা চাচ্চুদের কবর আছে। তাই আমি আজ বাবার সাথে সেই চাচ্চুদের প্রতি শ্রদ্ধা জানতে ফুল নিয়ে এখানে এসেছি।

টাঙ্গাইল থেকে আসা মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ঝুমা সরকার বলেন, আমরা বাঙ্গালী জাতি বাংলা মায়ের যে বীর সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি আমি সেই বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই স্মৃতিসৌধে আসি। তারই ধারাবাহিকতায় এবারও এসেছি। এই শিক্ষার্থী আরও বলেন, শুধু বিজয় দিবস নয় তিনি স্বাধীনতা দিবসসহ সময় পেলেই এই সৌধ প্রাঙ্গণে ছুঁটে চলে আসেন।

এদিকে, দিবসটি উপলক্ষে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারীতে রেখেছে গোটা সৌধ এলাকা।

এছাড়াও সৌধ প্রাঙ্গণের বাহিরে পর্যবেক্ষণ টাওয়ার থেকে সর্বসময় মনিটরিং করা হচ্ছে চারদিক।

এসএস

Wordbridge School
Link copied!