• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শ্রদ্ধা আর বিনম্র ভালবাসায় কুমিল্লায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস


কুমিল্লা প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৫১ এএম
শ্রদ্ধা আর বিনম্র ভালবাসায় কুমিল্লায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: শ্রদ্ধা আর বিনম্র ভালবাসায় বিজয়ের ৫৩তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিনকে উদযাপনে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন করেছে।

মহান বিজয় দিবসে সূযোর্দয়ের সাথে সাথে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৬টায় দিকে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার এর নেতৃত্বে জেলা প্রশাসন। একেএকে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহামেদ খান এর নেতৃত্বে চৌকস পুলিশ বাহিনীর একটি দল।

বীরমুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়ার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুমিল্লা মহানগর ও জেলার নেতৃবৃন্দরা, ভিক্টোরিয়া কলেজ,সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিউকলে বেজেঁ ওঠে করুণ সুর। পুলিশ বাহিনীর সালাম সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা। জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি। পরে-যুবদল-ছাত্রদল মহিলাদল, কুমিল্লা ক্লাব, রোটারী ক্লাব, উদিচী, যাত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকালে বিজয় র‌্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এসআই

Wordbridge School
Link copied!