গাজীপুর : আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে বিরোধ লেগেই আছে। আগামী ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদ পন্থীরা ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় ইজতেমা করতে চায়। আর সরকারি অনুমোতি না থাকায় শুরায়ে নেজামে (জুবায়ের পন্থীরা) সাদ পন্থীদের জোড় ইজতেমার বিরোধীতা করে আসছে।
জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে এবার সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গতকাল রবিবার টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) মোহাম্মদ হোসেন নামে এক সাথী।
সোমবার (১৬ ডিসেম্বর) শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০), ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।
মামলার বিবরণে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী স্টেশন রোড মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনরত শুরায়ী নেজামের তত্ত্বাবধানে তাবলীগের সাথী ও তাওহীদী ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে তাদের চলমান নোহা গাড়ি অত্যন্ত দ্রুততার সাথে গাড়িচাপা দিয়ে হত্যার অপচেষ্টা করে সাথীদের উপর গাড়ি তুলে দেয়। এতে সাঈদ আহমদকে (২০) গাড়ির নীচে চাপা দিতে চাইলে সে দ্রুত সরে পড়ার সময় গাড়ির সামনের ধারালো স্টিলের আঘাতে মারাত্মক জখম হয়। ওই গাড়ির প্রচণ্ড ধাক্কায় অপর একজন প্রায় ০৫/০৭ হাত দূরে ছিটকে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হন। আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৪/৫০৬/৩৪ ধারায় অপরাধ করেছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থী) ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় সাদপন্থীরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থীদের ৫ জন আহত হন। এই ঘটনায় সাদপন্থীরা ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থী ৩৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বেও প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। আগামি ২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়েরপন্থীরা করতে দেবে না বলে বিরোধ চলে আসছে।
এ অবস্থায় উভয়পক্ষ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন। শুরায়ে নেজামের (জুবায়ের পন্থীরা) বলছেন সাদ পন্থীদের জোড় ইজতেমা করার সরকারি কোন অনুমোদন নেই তারা জোরপূর্বক জোড় ইজতেমা করতে চায়। এতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে।
এমটিআই