• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

পূর্বাচলের লেকে ভাসলো অজ্ঞাত তরুণীর লাশ


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:২৫ পিএম
পূর্বাচলের লেকে ভাসলো অজ্ঞাত তরুণীর লাশ

রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেকের জলে ভেসে উঠলো অজ্ঞাত এক তরুণীর লাশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টর বউরারটেক এলাকার লেকের জলে লাশ ভেসে উঠার খবর পেয়ে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। 

গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল উপশহরের লেকের জলে স্থানীয়রা অজ্ঞাত এক তরুণীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

আইএ

Wordbridge School
Link copied!