• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

জমি নিয়ে বিরোধ, ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের


ঝিনাইদহ প্রতিনিধি:  ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:৪২ পিএম
জমি নিয়ে বিরোধ, ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা সিঙ্গা গ্রামে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধাক্কাধাক্কি এবং কিলঘুষিতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তার প্রতিবেশির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ উদ্দীনের মৃত্যু হয়। 

তিনি উপজেলার সিঙ্গা গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। 

এ ঘটনায় একই গ্রামের মেহের আলীর ছেলে স্বপনের নামে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন। 

স্থানীয়রা জানান, প্রতিবেশি স্বপনের সঙ্গে এক শতকেরও কম জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রাহাজের। এ নিয়ে সিঙ্গা গ্রামের বাজারে রাহাজ ও স্বপনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু'জনের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। শুনেছি স্বপন তার গলাই গামছা দিয়ে টেনে নিয়ে বেড়ায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাহাজ উদ্দিনকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। 

নিহতের ছেলে পলাশ অভিযোগ করেন, মঙ্গলবার সকালে আমার পিতাকে মারধর করে স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করে। ফলে ঘটনাস্থলেই পিতা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে। 

হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে মারা যেতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে তিনি জানান।

আইএ

Wordbridge School
Link copied!