• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশুর মৃত্যু


গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:০১ এএম
বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশুর মৃত্যু

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দ্বগ্ধ হয়ে মিরাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। 

নিহত শিশু মিরাজ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। মিরাজ টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার লতা বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষে বাবা-মায়ের সঙ্গে বসবাস করত।

নিহতের স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, পেশায় রিকশাচালক মিরাজের বাবা খুরশিদ আলম টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে শিশু মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইয়ে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে এলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে যায়।

এসআই

Wordbridge School
Link copied!