Menu
গাজীপুর: গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারাটেক্স পোশাক কারখানায় শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ওই কারখানার শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কের গাজীপুরায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
আন্দেলনরত শ্রমিকরা বলেন, ‘নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। বেতন না দেওয়ায় আমরা চরম আর্থিক কষ্টে আছি।’
গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক আল মামুন জানান, সকাল সোয়া ৯টা থেকে বকেয়া বেতনের দাবিতে তারাটেক্স পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গাজীপুর শিল্পপুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষকে আমরা একাধিকবার বলেছি। কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেননি। তাই শ্রমিকরা আজ বিক্ষোভ করছেন। শিল্পপুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
এদিকে, গাজীপুরের সচেতন নাগরিক সমাজের কয়েক জনকে তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে লিখতে দেখা গেছে, পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT